পিবিএ,কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে সাগর থেকে মাছ আহরনের দায়ে ট্রলারসহ দুই জেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে তীরে ফেরার পথে মহিপুর থানা পুলিশ তাদেরকে আটক করে। আটকৃতরা জেলেরা হলো হানিফ (৪০) ও সাগর (২০)। তাদের বাড়ি কুয়াকাটায় বলে পুলিশ সুত্রে জানা গেছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে ট্রলারসহ দুই জেলেকে আটক করা হয়েছে। এসময় প্রায় ২০০ কেজি চিংড়ি মাছ ও বেশ কিছু জাল জব্দ করা হয়। আটককৃত জেলেদের দশ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া ট্রলারটি আগামী ২৩ জুলাই পর্যন্ত মালিকের ঘাটে জব্দ রাখা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান, ১৯৮৩ এর বিধি ১৯ (এ) লঙ্ঘন করে মাছ আহরন করায় আটককৃত জেলেদের জরিমানা করা হয়েছে। জব্দকৃত মাছ মাছ নিলামে বিক্রি হয়েছে। তবে জেলেদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয় বলে তিনি জানিয়েছেন।
পিবিএ/উত্তম কুমার হাওলাদার/এমআর