পিবিএ,তাহিরপুর (সুনামগঞ্জ): প্রশাসনের নিষেধাজ্ঞার পরও তাহিরপুরের পর্যটন স্পষ্টগুলোতে পর্যটকদের উপচেপড়া ভির। প্রাকৃতিক সম্পদ আর সুন্দর্যে ভরপুর তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওর, শহীদ সিরাজ লেক (নিলাদ্রী লেক), বারিক্কারটিলা(বারেকটিলা), দেশের সর্ববৃহৎ কনট গর্ডেন(শিমুল বাগান), রূপের নদী যাদুকাটাসহ পর্যটন স্পটগুলোতে এবার বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমন ও প্রশাসনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ঈদুল আযহা উপলক্ষে পর্যটকদের ঢল নেমেছে। এবার তাহিরপুর উপজেলার বাহির বিভাগের পর্যটকরা না আসলেও স্থানীয় আর পার্শ্ববর্তী জেলা উপজেলার পর্যটকদের ঈদের দিন বিকাল থেকে আজ ঈদের তৃতীয় পর্যন্ত উপচেপড়া ভিড়।
প্রতিদিনই শতাধিক নৌকা সাজিয়ে মাইক, সাউন্ডবক্র বাজিয়ে বিয়ের সাজে সজ্জিত হয়ে স্থানীয় পর্যটকরা যে যার মতো গান-বাজনা করে আনন্দ উপভোগ করছেন।ঈদের আনন্দে তাদের মনে নেই কোন করোনার ভয়। অন্যান্য বছর ঈদের দিন থেকে ঈদের তিনদিন পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ. ভৈরব, মৌলবী বাজার, সিলেটসহ বিভিন্ন বিভাগ শহর থেকে পর্যটক আসলেও এবার করোনার কারণে তারা না আসতে পারলে থেমে নেই স্থানীয় পর্যটকদের আসা।
পিবিএ/কামাল হোসেন/এইচএস