গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিকল্প পানির ব্যবস্থার জন্য নিজেদের গাড়ি থেকে পানির পাইপ নামিয়ে রাস্তা পাড় হওয়ার সময় ট্রাক চাপায় পিষ্ট হয়ে মারা যান ফায়ার ফাইটার সোহানুর জামান নয়ন। তিনি তেজগাঁও ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ফায়ার সার্ভিসের একজন সদস্য পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘাতক ট্রাক চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকচালককে আটক করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়। দ্রুতগতিতে চালক ঘাতক ট্রাক নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। পরে ব্যারিকেড দিলে চালক কাভার্ডভ্যান থামান। পরে তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত মানুষজন চালককে মারতে উদ্যত হন, কিন্তু সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, ফায়ার ফাইটার নয়ন ৬১তম ব্যাচে ২০২২ সালে ফায়ার সার্ভিসে কর্মজীবন শুরু করেন। তিনি রংপুর মিঠাপুকুরের আটপনিয়ার আক্তারুজ্জামানের ছেলে। তার মূল কর্মস্থল সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশন। বর্তমানে নয়ন তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত ছিলেন। তার জন্ম ২০০০ সালে।
ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, নিহত ফায়ার ফাইটার নয়নের জানাজা বাদ জোহর ফায়ার সার্ভিস সদরদপ্তরে অনুষ্ঠিত হবে।