পিবিএ,পীরগঞ্জ (রংপুর): রংপুর-৬ পীরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র বেতনের টাকা নিজস্ব তহবিল থেকে করোনা ভাইরাসের কারনে কর্ম হারানো দরিদ্র, অসহায় বয়স্ক, বিধবা অস্বচ্ছল, প্রতিবন্ধি পরিবারের মাঝে তাঁর নির্বাচনী এলাকা পীরগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ধাপে ধাপে ত্রাণ বিতারণ কার্যক্রম অব্যহত রয়েছে ।
জানা যায় পীরগঞ্জ উপজেলা দরিদ্র ও আদিবাসী অধ্যাশিত এলাকাগুলোকে প্রাধান্য দিয়ে ১ নং চৈত্রকোল, ২নং ভেন্ডাবাড়ী, ০৪নং কুমেদপুর, ০৬ নং টুকুরিয়া, ০৭ নং বড় আলমপুর, ০৮ নং রায়পুর ও ১১নং পাঁচগাছী ইউনিয়নের হত দরিদ্র পরিবারের মাঝে স্পিকারের পক্ষ থেকে এ ত্রান- সামগ্রী বিতরন করেন পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মীবৃন্দ । পর্যায় ক্রমে বাকী ০৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ত্রাণ-সামগ্রী বিতরন করা হবে বলে জানা গেছে। বিপদরে দিনে ত্রাণ পেয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সহযোগিতা পাওয়া মানুষজন ।
মানুষরে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছেদেন পীরগঞ্জের কৃতিসন্তান রংপুর জেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি। বিতরন কাজে সার্বিক সহযোগিতা করেন পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোতাজিন সরকার নোমানসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। এবিষয়ে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি রনি ত্রাণ বিতরন কাজে সহযোগিতা করার ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সকল সদস্যবৃন্দকে।
পিবিএ/শাহ্ মোঃ রেজাউল করিম/এমএসএম