নীলফামারীতে ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলায় ইয়াবাসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার(১৬ জুলাই) রাতে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের সাইডনালা বাজার থেকে একই উপজেলার বগুলাগাড়ী বাবুল্লাপাড়ার মাজেদুল ইসলাম সাজু (৪২),মাথাভাঙ্গা এলাকার রুস্তম আলী (৪২), মুদিপাড়া এলাকার নরেশ চন্দ্র(৪৫),কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বড়ভিটা এলাকার ফারিকুল ইসলাম (৩৮), শহিদুল ইসলাম (৪৩) ও উত্তর বড়ভিটা ডাঙ্গাপাড়ার সামসুল হুদা (৩৭)।পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জলঢাকা থানা পুলিশ উক্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক কেনা বেচার সময় ওই ৬য় জনকে গ্রেপ্তার করেন। এসময় আটককৃতদের কাছ থেকে ৫০ পিস ইয়াব, মাদক কেনাবেচা কাজে ব্যবহৃত দুটি মোটর সাইকেল এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান,গ্রেপ্তারকৃত ৬জন চিহ্নিত মাদক কারবারি। গ্রেপ্তারকৃতদের প্রত্যেককের বিরুদ্ধে জলঢাকা থানায় ৫টি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। আজ শুক্রবার(১৭ জুলাই)বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
পিবিএ/এসডি

আরও পড়ুন...