নীলফামারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Agricultur

পিবিএ,নীলফামারী: নীলফামারী সদরে খরিপ-১/২০১৯-২০ অর্থ বছরের আউশ প্রণোদনার আওতায় ৭৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার(৮ই এপ্রিল)দুপুরে নীলফামারী জেলা সদর উপজেলা চত্বরে এই কর্মসুচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিনামূল্যে কৃষি প্রনোদনা বীজ ও সার বিতরনের করেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিভাগের চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, জেলা কৃষি বিভাগের উপ পরিচালক আবুল কালাম আযাদ, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান।এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলাহ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের খাদ্য চাহিদা মিটাতে ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে বোরো ধানের পাশাপাশি আউশ ধানের আবাদ বাড়াতে হবে। তাই বর্তমান সরকারের এই প্রণোদনার সহায়তা কাজে লাগিয়ে আউশ ধান চাষ বৃদ্ধিতে কৃষকদের আহ্বান জানান তিনি।

নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ের উপপরিচালক আবুল কালাম আযাদ বলেন, খরিপ-১/২০১৯-২০ বছরের আউশ ধানের আবাদ বাড়াতে বর্তমান সরকারের প্রণোদনা হিসেবে বিনামূল্যে কৃষকদের মাঝে ধানবীজ, সার বিতরণ করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় সোমবার ৭৫০ জন কৃষককের প্রত্যেককে ৫ কেজি করে আউশ ধানবীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার এবং সেচ সহায়তা খরচ বাবদ ৪শত টাকা করে বিতরন করা হয়।
একই কর্মসূচির আওতায় জেলার ছয় উপজেলায় সাড়ে তিন হাজার কৃষক এ সুবিধা পাচ্ছেন বলেও জানান তিনি।

পিবিএ/এমআইএস/হক

আরও পড়ুন...