নীলফামারীতে জাল ভোট দেওয়ার সময় গ্রেফতার ১

গ্রেপ্তার
প্রতীকী ছবি

পিবিএ,নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট পেপার নিয়ে জাল ভোট দেওয়ার সময় একজন আটক করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। তার নাম রাসেল মিয়া (২৩)। রোববার (১০ মাচ) ২টার পরে শহরের নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ব্যক্তি ব্যালট পেপারে সীল মারার সময় তাকে আটক করেন ম্যাজিষ্ট্রেট। ওই কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার লুৎফর রহমান এ ব্যাপারে কথা বলতে অপাগতা প্রকাশ করে মোবাইল ফোনটি কেটে দেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট পুদম পুষ্প চাকমা জানান, ওই এলাকার মৃত রেয়াজুল ইসলামের ছেলে রাসেল মিয়া প্রিজাইডিং অফিসার লুৎফর রহমান কে হুমকি দিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার সময় আটক করা হয়েছে। সেই সাথে তার মোবাইল জব্দ করা হয়। পরে আটককৃত ব্যক্তিকে থানায় সোপার্দ করা হয়েছে। সৈয়দপুর থানার কর্তব্যরত সহকারি উপ-পরিদর্শক নূরনবী আটকের বিষয়টি নিশ্চিত করেন।

পিবিএ/জেএইচ/হক

আরও পড়ুন...