নীলফামারীতে তিন দিনব্যাপী বই মেলা শুরু

book fair

পিবিএ, নীলফামারী: নীলফামারীর দুটি প্রতিষ্ঠানে তিনদিন ব্যাপী বই মেলা শুরু হয়েছে। সোমবার (১৮ মার্চ) দুপুরে জেলা শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে এই মেলার উদ্বোধন করেন সময় টিভির বার্তা প্রধান তুষার আবদুল্লাহ। এতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠান প্রধান মেসবাহুল হক। বিভিন্ন প্রকাশনীর দশটি স্টল রয়েছে মেলায়। সোমবার শুরু হওয়া মেলা শেষ হবে ২০ মার্চ বিকেলে।

একই দিন সকালে সৈয়দপুর শহরের লায়ন্স স্কুল অ্যন্ড কলেজে সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। এ সময় সৈয়দপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আমির আলি আজাদ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি লায়ন নজরুল ইসলাম ও সাংবাদিক আমিনুল হক বক্তব্য দেন। এসময় কৈশোর তারুণ্যের সেক্রেটারী সৈয়দ জাকির হোসেন, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সানফ্লাওয়ার স্কুল

অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, সময় টিভির জেলা প্রতিনিধি সাকির হোসেন বাদল প্রমুখ।
সময় টিভির বার্তা প্রধান তুষার আবদুল্লাহ বলেন, বই পড়লে জ্ঞান অর্জন করা যায়। শিক্ষিত হলে সমাজের অবক্ষয় দূর করা যায়। শিক্ষিত মানুষ সমাজে আলো দেখাচ্ছেন। বই পড়ার প্রয়াস ছাত্র-ছাত্রীদের মাঝে থাকতে হবে। এ ক্ষেত্রে বইয়ের কোন বিকল্প নেই, বই পড়ার আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

পিবিএ/জেএইচ/হক

আরও পড়ুন...