পিবিএ,নীলফামার: নীলফামারীর ডোমারে রূপা বেগম(৩৮)নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। গ্রেফতারকৃত নারী উপজেলার ছোট রাউতা এলাকার মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী।মঙ্গলবার(৯ই এপ্রিল)দুপুরে ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই নারীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রূপার নামে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে ও ডোমার থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।তাই তাকে গ্রেফতার করে মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়।
পিবিএ/এমআই/হক