নীলফামারীতে ব্যতিক্রমী ভালবাসা দিবস উদযাপন

nifamri-pba

পিবিএ,নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব ভালোবাসা দিবসে এক ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সদস্যদের ফুল না কিনে সে টাকায় অসহায়দের মাঝে খাবার ও উপহার সামগ্রী বিতরণ করেছে। এ উদ্যোগটি সকলের মাঝে বিপুল আলোড়ন সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভালবাসা দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ উদযাপন করেছে এই ব্যতিক্রমধর্মী ভালবাসা দিবস। সংগঠনের সদস্যরা এদিন দুটি গোলাপের দাম সর্বনিম্ন ১০০ টাকা করে যোগান দিয়ে সেই টাকায় অসহায়দের মুখে খাবার তুলে দিয়ে ব্যতিক্রম এই আয়োজন করে।

মমতার ফেরিওয়ালা নিয়ে এদিন আমাদের প্রিয় সৈয়দপুর’র এসরার আহমেদ, খালিদ আজম, নওশাদ আনসারী, সাজিদ সাজু, ইব্রাহিম, আমিরসহ অন্যান্য সদস্যরা সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত সৈয়দপুরের কয়াগোলাহাট, ধলাগাছ, জসিম বাজার ও ধলাগাছ মাদ্রাসায় শতাধিক অসহায় শিশুদের মাঝে গিয়ে প্যাকেটজাত ওই বিরিয়ানির প্যাকেটগুলো বিতরণ করে। সাথে শিশুদের দিয়েছে দেশপ্রেমের দীক্ষা। কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায় শিশুদের নিয়ে করেছে দেশকে জানো কুইজ প্রতিযোগিতা। পরে বিজয়ীদের মাঝে কাপড় আর পুরস্কারও বিতরণ করে সংগঠনটি।
সংগঠনটির সাধারণ সম্পাদক নওশাদ আনসারী জানান, আমরা ৫০ টাকার গোলাপ না কিনে পকেট খরচের সে টাকায় প্রতি বছর অসহায়দের খাবারের ব্যবস্থা করে থাকি। মূলত ভালোবাসার আসল মর্মটা সকলের কাছে তুলে ধরতেই প্রতি বছর ভালোবাসা দিবসটি আমরা এভাবেই পালন করে আসছি। সংগঠনের অন্যান্য সদস্যরা জানান, ‘সংগঠনের স্বপ্ন ছিল অসহায়দের পাশে দাঁড়িয়ে প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ সবার মাঝে তুলে ধরার। কিছুটা হলেও সমাজকে আমরা এই বার্তা দিতে পেরেছি। এভাবে প্রতি বছর তাঁরা ভালোবাসা দিবসটি অসহায়দের জন্য উৎসর্গ করে আসছে মমতার ফেরিওয়ালা।

পিবিএ/জেএইচ/হক

আরও পড়ুন...