নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ড

পিবিএ,নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। রবিবার দিবাগত মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, রোববার মধ্য রাতে মুন্সিপাড়ার দেলোয়ারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় শৈত্য প্রবাহ থাকায় বাতাসে দ্রুত আগুন চার দিকে ছড়িয়ে পড়ে ।
খবর পেয়ে নীলফামারী, সৈয়দপুর ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

কিন্তু ততক্ষনে আশে পাশের ২১টি পরিবারের ৫৪টি ঘর আগুনে পুড়ে যায়। এসময় ঘরগুলো থেকে গবাদী পশু ছাড়া আর কোন জিনিসপত্র সরানো সম্ভব হয়নি। অগ্নিকান্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো সর্বস্ব হারিয়ে শীতের রাতে খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ ঘটনায় এলাকায় শোকাবহ অবস্থার সৃষ্টি হয়েছে।

১৪ জানুয়ারী সোমবার সকালে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল হেলাল চৌধুরীর পক্ষ থেকে প্রত্যেককে একটি করে কম্বল দেয়া হয়েছে এবং দুপুরে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী র্কমকর্তা পরিমল কুমার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল ও এক কেজি ডাল এবং তিনটি করে কম্বল দেন।
এসময় সহকারী কমিশনার জানান, ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পূণ:র্বাসনের জন্য সার্বিক সহযোগিতা করা হবে।

পিবিএ/জেএইচ/ইএইচকে

আরও পড়ুন...