মোঃ জাহাঙ্গীর আলম,সেনবাগ (নোয়াখালী): নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের নুরানীপোল-মিঝি পুকুরপাড় সড়কটি র্দীর্ঘ ২৫ বছর যাবত সংস্কার না করায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌছেছে। দেড় কিলোমিটারের ওই ওই সড়কে রয়েছে একটি আলিম মাদরাসা, দুইটি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি মসজিদ। ওই সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করে স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থী, মসজিদের মুসুল্লিসহ অসংখ্য এলাকাবাসী।
বর্তমানে সড়কটির কার্পেটিং ওঠে গিয়ে সৃষ্ট হয়েছে অসংখ্য ছোট-বড় গর্তের। সড়কটি দেখে বুজার উপায় নেইএটি পাকা নাকি কাঁছা রাস্তা। ওই সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়াই দুর্ঘটনায় পতিত হচ্ছে ছোট-বড় যানবাহন।এ ছাড়াও র্দীর্ঘ দিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বৃষ্টির কারণে ওই এলাকার সালাম মাষ্টার বাড়ির পুকুরে অনেকাংশ রাস্তা ভেঙ্গে গেছে।
বীজবাগ ইউপির ২নং ওয়ার্ড মেম্বার বাবুল মোস্তফা, এলাকার, সেলিম ও জাফর দ্রুত রাস্তাটি পূর্ণ সংস্কারের দাবী জানিয়ে স্থানীয় এমপি মোরশেদ আলমের হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যাপারে যোগাযোগ করলে,সেনবাগ উপজেলা (এলজিইডির’র) স্থানীয় সরকার প্রকৌশলী মোঃ শাহানূর আলম রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশস্ত করেন।
পিবিএ/এসডি