নুসরাতের গরম নাচ টিকটক ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: ইয়াদ পিয়া কি আনে লাগি’ গানে ক্যামেরার সামনে জমিয়ে নাচলেন অভিনেত্রী নুসরাত। তাহলে কি তিনি স্বামী নিখিলকে মিস করছেন? এমন প্রশ্ন তোলার পাশাপাশি নেটিজেনদের হৃদয়ে হিল্লোলও তুলেছে নুসরাতের নাচ। তবে নেটিজেনদের একাংশ আবার সাংসদ নুসরাতের এই পোস্টে বেজায় চটেছেন।

নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গের জেলাগুলো অশান্ত হয়ে পড়েছে। জেলায় জেলায় জ্বলছে আগুন। আর এই পরিস্থিতিতে তার এই ভিডিও পোস্ট করা সমীচীন নয় বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ। যার জেরে অভিনেত্রীর পোস্টে সমালোচনা করতেও ছাড়েননি তারা।

রাজ্যজুড়ে নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদে চলছে বিক্ষোভ। রবিবার একাধিক জেলায় বন্ধ হয়েছে ইন্টারনেট পরিষেবা। অগ্নিগর্ভ পরিস্থিতি। কার্যত স্তব্ধ জনজীবন। আর এসবের মাঝেই তৃণমূলের তারকা সাংসদ নুসরাতের ভিডিওতে মনোক্ষুণ্ণ হয়েছে অনেকের।

মাদকের কারণে যে ব্যক্তির দাঁত পড়ে যায়, তার পক্ষে কাউকে টেনে নিয়ে ধর্ষণ তো দূরে থাক, নিজেকে টেনে তোলার ক্ষমতাই থাকে না ট্রাম্পের নির্দেশে বাগদাদে মার্কিন রকেট হামলায় ইরানি জেনারেল সোলায়মানি ও ইরাকের আশশাবি নেতা মুহানদিস নিহত (ভিডিও) বালিশ ও পর্দাকাণ্ডের মতো ১১ হাজার টাকায় দুটি কলম কিনে ‘কলমকাণ্ড’ ঘটালেন রাবি অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদি

‘বসিরহাটের কী খবর? শুধু রেলের জন্য প্রস্তাব পেশ করলেই কি দায়িত্ব শেষ হয়ে যায়? পোস্টের কমেন্ট সেকশনে ধেয়ে এসেছে এমন মন্তব্যও। যদিও নুসরাত কোনও রকম প্রতিক্রিয়া দেননি।

https://www.youtube.com/watch?time_continue=53&v=pi55fmrE-no&feature=emb_logo

প্রসঙ্গত, নুসরাত জাহানকে নিয়ে সমালোচনা অবশ্য এই প্রথম নয়। সাংসদ হওয়ার পর থেকেই একাধিক বিষয়ে সমালোচিত হয়েছেন তিনি। সংসদে সিঁদুর পরে নবপরিণীতা হিন্দুর বেশে মন্তব্য রাখা থেকে রথযাত্রায় স্বামী নিখিলকে নিয়ে অংশগ্রহণ, অষ্টমীতে অঞ্জলী দেওয়া, সিঁদুর খেলা, সবেতেই সমালোচিত হয়েছেন। হিন্দু রীতিনীতি মেনে চলায় তার উপর ফতোয়া জারি করা হয়েছিল ওলামাদের তরফে। তবে যাবতীয় কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে সাংসদ তথা অভিনেত্রী নিজের কাজ করে গিয়েছেন।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...