পিবিএ,ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফেনীর সোনাগাজির মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় অধ্যক্ষ সিরাজ-উদ-দ্দৌলাসহ হত্যাকারীদের বাঁচাতে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ মাঠে নেমেছে।
আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগের গডফাদারদের ছত্রছায়ায় চলছে এসব অপকর্ম। তাই নুসরাত হত্যায় কতিপয় খুনিকে ধরা হলেও আসল খুনিদের ধরা হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ জনমনে। তাই নুসরাত হত্যা মামলার তদন্ত তনু ও সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার মতোই কোনো অন্ধকারের অতলে তলিয়ে যাবে কি না, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।’
রিজভী আরো বলেন, ‘এর আগেও কুমিল্লার তনু, সাংবাদিক দম্পতি সাগর রুনিসহ অনেক আলোচিত হত্যাকাণ্ডের বিচার হয়নি। এই হত্যাকাণ্ডের (নুসরাত) বিচার নিয়েও সংশয় তৈরি হয়েছে।’ এ ছাড়া, সোনাগাজী থানার ওসিসহ যাদের গাফিলতিতে ওই ছাত্রীর জীবন গেল তাদেরও বিচার দাবি করেছেন রুহুল কবির রিজভী।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না জানিয়ে রিজভী বলেন, ‘সরকার কৌশলে আবারও একদলীয় বাকশাল কায়েম করতে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।’
পিবিএ/এএইচ