নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে কুবিতে মানববন্ধন

পিবিএকুবি: ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় এ মানববন্ধন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করে। তারা তাদের বক্তব্যে নুসরাত হত্যার সাথে জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করার আহবান করে।

বিশ্ববিদ্যালয়ে ১১তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ‘স্বাধীনতার এত বছর পরে যদি আমরা এখানে বিচারের দাবি নিয়ে দাড়াতে হয় তাহলে কি মুল্য এই স্বাধীনতার। দেশে মাদকদের যেভাবে ক্রসফায়ারে মারা হয়েছে তেমনি কয়েকজন ধর্ষক ও হত্যাকারীকে ক্রসফায়ারে মারা হোক। তাহলে আর কেউ এমন অনৈতিক কাজ করতে সাহস পাবে না।’ বিশ্ববিদ্যালয়ে ৭ম ব্যাচের মাজহারুল ইসলাম হানিফ বলেন, বাংলদেশের প্রত্যেক বাবা-মা তাদের মেয়েদের নিয়ে সঙ্কিত। আজ কোথাও আমাদের বোনেরা নিরাপদ নয়। বাড়িতে, রাস্তায়, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় তাদেরকে যৌন হয়রানির স্বীকার হতে হয়। ধর্ষকের পরিচয় যেন হয় শুধুই দর্ষক।কোন অালেম কিংবা মাদ্রসার হুজুর যেন তাদের পরিচয় না হয়।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল (শনিবার) সকালে নুসরাত আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান। এ সময় মাদরাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের উপর কেউ মারধর করছে- এমন সংবাদ দিলে তিনি ওই বিল্ডিংয়ের চার তলায় যান। সেখানে মুখোশ পরা চার-পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। রাফি অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

পিবিএ/জেআই/হক

আরও পড়ুন...