নুসরাত হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে ফরিদপুরে মানববন্ধন

পিবিএ,ফরিদপুর: ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়ন ও অগ্নিসংযোগে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবীতে ফরিদপুরের সালথায় মানবন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিণা আমজাদ আলী বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করে।

মানববন্ধনে নুসরাত হত্যা মামলা দ্রুতবিচার আইনের মাধ্যমে সম্পন্ন ও ঘাতক সিরাজ উদ-দৌলাসহ দোষীদের ফাঁসির দাবী জানিয়ে বক্তব্য রাখেন মানববন্ধনে বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জাহিদ হোসেন টিটুল মিয়া, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমারত হোসেন, সহকারী প্রধান শিক্ষক অনিক এহসান, সহকারী শিক্ষক মোঃ লায়েকুজ্জামান, মৃদুল কুমার দাস, গুলশান আরা বেগম, সানজিদা আক্তার, আলী মূর্তাজা, মোহাম্মাদ আলী মোস্তফা প্রমূখ।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল হত্যার উদ্দেশে নুসরাত জাহানের গায়ে আগুণ ধরিয়ে দেয় মাদ্রাসার শিক্ষক সিরাজ উদ-দৌলার নির্দেশে তার সহযোগিরা। গুরুত্বর অসুস্থাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১০ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান নুসরাত জাহান রাফি।

পিবিএ,এমআই/হক

আরও পড়ুন...