পিবিএ,ময়মনসিংহ: মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার আরেক আসামি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শামীমকে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার রাত ১২টার দিকে ময়মনসিংহের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে ময়মনসিংহের ভালুকা থেকে নুর উদ্দিনকে পিবিআইয়ের সদস্যরা গ্রেফতার করেছে। নুসরাতের অবশিষ্ট ঘাতক আবদুল কাদের এখনো ধরা পড়েনি। পিবিআইয়ের সদস্যরা তাকে হন্যে হয়ে খুঁজছে।
এ বিষয়ে পিবিআই ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান পিবিএকে বলেন, নুসরাত হত্যা মামলার তৃতীয় আসামি শাহাদাত হোসেন শামীম। তাকে গ্রেপ্তার করতে পিবিআইয়ের একটি দল প্রযুক্তির সহায়তায় দিনভর ময়মনসিংহ শহরতলীতে অভিযান চালায়। পরে নিশ্চিত হয়ে ময়মনসিংহের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতারে সক্ষম হয়। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত শাহাদাতকে কড়া নিরাপত্তায় রাতে ময়মনসিংহে রাখা হয়েছে। আজ সকালে তাকে ফেনীতে নিয়ে আসা হবে বলে জানান তিনি। তিনি বলেন,এর আগে শুক্রবার সকালে ময়মনসিংহ থেকে মামলার দ্বিতীয় আসামি নুর উদ্দিনকেও গ্রেপ্তার করেছে পিবিআই।
পিবিএ/এমআর