পিবিএ,হাটহাজারী: হেফাজত ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা শাহ আহমদ শফী দা.বা. নেতৃত্বধীন নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশে’র অধীনে দেশব্যাপী নূরানী মাদরাসা সমূহের কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল (২৪ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে চেয়ারম্যানের কার্যালয়ে প্রকাশ করা হয়েছে।
বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর হাতে কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল তুলে দেন বোর্ড মহাসচিব মুফতি জসীমুদ্দীন ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনাস মাদানী। পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মাদানী জানান,বোর্ডের অধীনে এবারের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশ গ্রহণ করেছে তিন লক্ষ ষোল হাজার নয়শত সাতানব্বই জন ছাত্র/ছাত্রী। বোর্ড এর অধীনে পরিচালিত মাদরাসাসমুহের অংশ গ্রহণে সর্বমোট ২৬৪৪টি কেন্দ্রে সনদ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷
তিনি আরো জানান, শিক্ষার্থীরা কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল স্ব-স্ব প্রতিষ্ঠানের পাশাপাশি অনলাইনে বোর্ডের ওয়েবসাইটেও দেখতে পারবে। ওয়েবসাইটের ঠিকানা (www.nooraniboardctg.com)
ফলাফল হস্তান্তর ও প্রকাশের সময় উপস্থিত ছিলেন বোর্ডের মহাসচিব মুফতি জসীমুদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ আনাস মাদানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জমীরুদ্দিন, সিনিয়র প্রশিক্ষক মাওলানা সলিমুল্লাহ খান, মাওলানা আবুল হাশেম, মাওলানা ইবরাহীম খলীল সিকদার, মাস্টার আনিসুল ইসলাম, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা মাসুদুর রহামন, মাওলানা মুখতার, মাওলানা নুরুল আবছার, মাওলানা নুরুল আলম মাওলানা আবুল হাশেম প্রমুখ।
বোর্ড চেয়ারম্যান শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী দা.বা. সনদ পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন- আগামীতেও নূরানী সনদ পরীক্ষায় অংশগ্রহণকারীরা ভালো করে পড়ালেখা করে সাফল্যের ধারা অব্যাহত রাখবেন।
পিবিএ/বিএইচ