নূরুল্যাবাদ ইউপি উপ-নির্বাচনে জামায়াত নেতা জায়দুর রহমান মাস্টার বিজয়ী

মাহবুবুজ্জামান সেতু,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে জামায়াত নেতা জায়দুর রহমান (মাস্টার) বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের চকউমেদ গ্রামের মৃত কায়েম উদ্দীন মন্ডলের ছেলে এবং চকউমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত ৮ টার দিকে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ মাহাবুবুল কবির এ ফলাফল ঘোষণা করেন। এতে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা জায়দুর রহমান (মাস্টার) ৩ হাজার ৭০৮ টি ভোট পেয়ে প্রথম বারের মতো ইউ’পি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আকবর আলী প্রামানিক ২ হাজার ৩৯২ টি ভোট পেয়েছেন। এছাড়া টেবিল ফ্যান প্রতীকের প্রার্থী নূরুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল বারী পেয়েছেন ২ হাজার ৩৪৭ টি ভোট, ঘোড়া প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জোতবাজার মহিলা কলেজের অধ্যক্ষ স্বাধীন কৃষ্ণ রায় পেয়েছেন ১ হাজার ৬৯৯ টি ভোট, অটোরিক্সা প্রতীকের প্রার্থী ইনডেক্স টেকনিক্যাল এন্ড বি.এম কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন প্রামানিক পেয়েছেন ১ হাজার ৬৮৬ টি ভোট, রজনীগন্ধা প্রতীকের প্রার্থী বিএনপি নেতা মোস্তাকিন হোসেন সরকার পেয়েছেন ১ হাজার ৪৭০ টি ভোট, টেলিফোন প্রতীকের প্রার্থী আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা পেয়েছেন ৮৭১ টি ভোট, মটর সাইকেল প্রতীকের প্রার্থী আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর পেয়েছেন ৩৪৭ টি ভোট এবং দু’টি পাতা প্রতীকের প্রার্থী জোতবাজার আদর্শ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আওয়ামীলীগ নেতা কাজেম উদ্দীন প্রামানিক পেয়েছেন ৩৪২ টি ভোট।
উল্লেখ্য,নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিক দূরারোধ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গত বছরের ২১ নভেম্বর মারা যান। এর পর পদটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ওই শূণ্য পদে আবু সাঈদ জালাল (চঞ্চল) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে গত ২০২১ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বাধীন কৃষ্ণ রায়, গোলাম মোস্তফা ও মোজাফফর হোসেনকে পরাজিত করে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন ইয়াছিন আলী প্রামানিক।

আরও পড়ুন...