নেইমার মামলা করেছে নাজিলা ট্রিনডেডের বিরুদ্ধে!

পিবিএ ডেস্ক: কোপা আমেরিকার ২০১৯ আসর বসেছল ব্রাজিলে, আর আসর শুরু হওয়ার আগেই বিতর্কে জড়িয়ে পড়েন নেইমার জুনিয়র। এক ব্রাজিলিয়ান তরুণী অভিযোগ করেন প্যারিসের এক হোটেলে তাকে ধর্ষণ করেছে নেইমার। তবে শেষ পর্যন্ত তথ্য এবং প্রমাণের অভাবে এই মামলা থেকে ব্রাজিলের পুলিশ নেইমারকে নির্দোষ ঘোষণা করেন।

গত আগস্ট মাসেই সাও পাওলো পুলিশ জানায় তারা নেইমারের বিরুদ্ধে আনিত ধর্ষণের অভিযোগের মামলাটি বন্ধ করে দিবে। কারণ হিসেবে সাও পাওলো পুলিশ জানায় নেইমারের বিরুদ্ধে কোনো প্রকার তথ্য এবং প্রমাণ পায়নি তারা।

নাজিলা ট্রিনডেড নামক এক নারী নেইমারের বিরুদ্ধে এই অভিযোগ করেন। নেইমার এই অভিযোগ থেকে মুক্তি পেলেও এই নারী মুক্তি পাচ্ছেন না এত সহজে। নেইমারের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় উল্টো নিজেই ফেঁসে গেছেন মামলায়।

সাও পাওলোর পুলিশ জানিয়েছে, ‘নেইমারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার কারণে নাজিলা ট্রিনডেডের বিপক্ষে আমরা মামলা করছি। এছাড়া তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধেও এই ব্যাপারে জড়িত থাকার অপরাধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।’

এর আগে নেইমার নিজেই এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা বলে দাবী করেন এবং তার এবং নাজিলার মধ্যকার ব্যক্তিগত কথোপকথনের ছবিও প্রকাশ করেন। উপযুক্ত তথ্য এবং প্রমাণ না পাওয়ায় নেইমারকে মুক্তি দেয় সাও পাওলো পুলিশ।

পিবিএ/সজ

আরও পড়ুন...