নেওয়াজ শরীফের আবেদন খারিজ করলো আদালত

newaz

পিবিএ ডেস্ক : নো-ফ্লাই লিস্ট থেকে দেশের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নাম বাদ দেওয়ার আবেদন খারিজ করেছে পাকিস্তান। গতকাল শনিবার সরকারিভাবে এ কথা জানানো হয়েছে। এই তালিকাভুক্ত ব্যক্তিদের দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নো-ফ্লাই লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন নওয়াজ শরীফ, তার মেয়ে মারিয়াম শরীফ এবং জামাই ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) সফদর। ২০১০ সালের এক্সিট ফ্রম পাকিস্তান রুলের ২ ধারা তাদের ওপরে বর্তায় না বলে এই ৩ জন দাবি করেছিলেন। গত ৯ ফেব্রুয়ারি দেশটির অভ্যন্তরীণ মন্ত্রনালয় তাদের এই আবেদন খারিজ করে দিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

গত বছরের জুলাইয়ে নওয়াজ শরীফ, তার মেয়ে মারিয়াম শরীফ এবং জামাই ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) সফদরকে দোষী সাব্যস্ত করেছে পাকিস্তানের একটি আদালত।

পিবিএ/জিজি

আরও পড়ুন...