নেত্রকোনার সাংবাদিক শফিকের মৃত্যুতে বিওজেএ’র শোক

boja-logo

পিবিএ,ঢাকা: বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিওজেএ) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার সাবেক সভাপতি ও দৈনিক যায়যায়দিনের সাংবাদিক মো. শফিকুল ইসলাম ইন্তেকালে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ ইকবাল এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার গভীর শোক প্রকাশ করে এক যৌথ বিবৃতি প্রদান করেছেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, সাংবাদিক মো. শফিকুল ইসলাম স্ট্রোক আক্রান্ত হওয়া ছাড়াও দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছিলেন। সৎ ও প্রতিশ্রুতিশীল এই সাংবাদিক আজ বুধবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শফিকুল ইসলাম মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য ছিলেন। সেই সাথে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

নিবেদিত এই সাংবাদিকের মৃত্যুতে মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহম্মেদ শোক প্রকাশ করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবাবের প্রতি সমবেদনা গভীর জানিয়েছেন। তার মৃত্যুতে মোহনগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় জানাযা শেষে তার নিজ গ্রাম বারহাট্টা উপজেলার চন্দ্রপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...