নেত্রকোনায় পোশাককর্মী গণধর্ষণের ঘটনায় আটক ৩

পিবিএ,নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়ায় পোশাক কর্মী গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৮জুন) বিকাল ৩টায় কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আটক টিপু, আনোয়ার ও আমির হামজাকে হাজির করেন। আটককৃতরা পোশাক কর্মী ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করেছে বলেও জানান ওসি।

নেত্রকোনায় পোশাককর্মী গণধর্ষণের ঘটনায় আটক ৩

ওসি জানান, কেন্দুয়া মাস্কা গ্রামের পোশাক কর্মী ওই নারীকে তার কথিত স্বামী সুমন পরিচয়দানকারী বৃহস্পতিবার বেড়ানোর কথা বলে গুগ বাজার এলাকার শাপলা ইট ভাটার কাছে নিয়ে যায়। সেখানেই তাকে গণধর্ষন করে আটককৃতরা। সুমনের প্রকৃত নাম নূরে আলম। সে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের আব্দুল হামিদ ওরফে শম্ভু মিয়ার পুত্র। তবে তাকে এখনও আটক করা যায়নি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে টিপু বৈরাটী গ্রামের রঙ্গু মিয়ার পুত্র এবং ইট ভাটা শ্রমিক, আনোয়ার একই গ্রামের সবুজ মিয়ার পুত্র এবং আমির হামজা আব্দুল কাদিরের পুত্র। তাদেরকে শুক্র ও শনিবার (৮জুন) অভিযান চালিয়ে মদন, গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে।

এদের মধ্যে টিপুকে ১৬৪ ধারায় জবানবন্দীর জন্য নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিকটিম নারী অজ্ঞাত ৩ জনকে আসামী করে শুক্রবার কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছেন। ওসি আরোও জানান, কথিত স্বামী নূরে আলমকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

পিবিএ/আরআই

আরও পড়ুন...