নেদারল্যান্ডসের বিপক্ষে সহজ জয় পেল বাংলাদেশ

পিবিএ ডেস্ক: প্রথম প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডকে হারাতে বেশ কষ্ট হয়েছে বাংলাদেশ নারী দলের। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে খুব বেশি বেগ পেতে হয়নি। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছেন সালমারা।

শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৫ রানে জয় কুড়ায় সালমা বাহিনী। এর আগে থাইল্যান্ডের বিপক্ষে সহজ জয় দেখে বাংলাদেশ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে খেলার আগে নেদারল্যান্ডসে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ দল।

সেখানে স্বাগতিকদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে করে ১৩৫ রান। সর্বোচ্চ ৩৯ রান করেন সানজিদা ইসলাম। এছাড়া ৩৫ রানের ইনিংস খেলেন আয়েশা রহমান। নিগার সুলতানা ও রিতু মনির ব্যাট থেকে আসে সমান ২৩ রান।

১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে নাহিদা-ফাহিমার দুর্দান্ত বোলিংয়ের সামনে ৭০ রানে গুঁড়িয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। বল হাতে মাত্র ১১ রান খরচায় ৪ উইকেট নেন নাহিদা। ১৮ রানে ২ উইকেট শিকার ফাহিমার। একটি করে উইকেট পান জাহানারা ও শায়লা।

৮ দল নিয়ে আগামী ৩১শে আগস্ট স্কটল্যান্ডে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। টুর্নামেন্টের ফাইনাল আগামী ৭ই সেপ্টেম্বর। উদ্বোধনী দিনে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে গতবারের বাছাইপর্বের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

পিবিএ/ইকে

আরও পড়ুন...