পিবিএ ডেস্ক: ১২৬ ঘণ্টা একটানা নেচে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে নিলেন নেপালের এক তরুণী। ‘লংগেস্ট ডান্সিং ম্যারাথন বাই অ্যান ইন্ডিভিজুয়াল’ বিভাগে ওই বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এত দিন এই রেকর্ড ছিল ভারতের দখলে। শনিবারের পর থেকে তা হল নেপালের।
১২৬ ঘণ্টা নেচে রেকর্ড করা ওই তরুণী পূর্ব নেপালের ধানকুটা জেলার বাসিন্দা। ১৮ বছরের ওই তরুণীর নাম বন্দনা। এই রেকর্ডে গড়ার পরই বন্দনাকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
রেকর্ড গড়ার এই অনুষ্ঠান সম্প্রতি আয়োজন করা হয়েছিল নেপালের কাঠমান্ডুতে। সেখানে প্রচুর মানুষ এসেছিলেন বন্দনার বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হতে। এর আগে এই রেকর্ড ছিল হেমলতার দখলে। ২০১১তে তিনি টানা ১২৩ ঘণ্টা ১৫ মিনিট নেচে বিশ্বরেকর্ড করেছিলেন।
পিবিএ/এমএস