নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পড়ে নিহত ১৭

পিবিএ ডেস্ক: কাঠমান্ডুর উদ্দেশ্য ছেড়ে যাওয়া বাসটি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ মিটার নিচে সানকোশি নদীতে পড়ে দুর্ঘটনাটি ঘটে। রোববারের দুর্ঘটনাটিতে তিন মাস বয়সী শিশুসহ কমপক্ষে ১৭ প্রাণ হারিয়েছেন জানিয়েছে পুলিশ। সূত্র- দ্য হিন্দু , নিউ স্টেন্ট টাইম

পুলিশ জানিয়েছে, দোলখা জেলা থেকে কাঠমান্ডু যাওয়ার সময় বাসটি নদীতে পড়ে যায়। এই ঘটনায় আহত প্রায় অর্ধশত লোক ধুলিখেল হাসপাতালে চিকিৎসাধীন যার মধ্যে বাস চালকও রয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। কর্তৃপক্ষ এখনও এই দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে পারেনি।পুলিশ এবং সেনাবাহিনী উদ্ধার কাজ করছে। বাসে কতজন ছিলো সেটি এখনো জানা যায়নি। তাই দুর্ঘটনায় কয়েকজন যাত্রী নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। খারাপ রাস্তাঘাট, রক্ষণাবেক্ষণের অভাব এবং বেপরোয়া গাড়ি চালানোর জন্য নেপালে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত মাসে মধ্য নেপালে বাস পাহাড়ের নিচে পরে ১১ জন নিহত ও গে ১০৮ জন আহত হয়েছিলো।

পিবিএ/বাখ

আরও পড়ুন...