নেলপালিশ দীর্ঘদিন স্থায়ী করতে চান?

পিবিএ ডেস্ক: নখে নেলপালিশ লাগাতে না লাগাতেই উঠে যায় তারাতারি৷ এই অভিযোগ নিশ্চই আপনারও৷ দু’দিনের বেশি কিছুতেই টেকে না নেলপালিশ? তার উপরে পানি লাগলে তো কথাই নেই৷ নেলপালিশ পরার কিছু নিয়ম রয়েছে৷ সেগুলো মেনে নেলপালিশ পরলে দীর্ঘস্থায়ী হতে পারে আপনার নেলপালিশ৷ জেনে নিন সেগুলো কি৷ তাহলে আপনার নখেও নেলপালিশ হবে দীর্ঘস্থায়ী৷

১. নখ পরিষ্কার করে তবেই নতুন নেলপালিশ পড়ুন৷ সময়ের অভাবে পুরনো নেলপালিশের উপরে নতুন নেলপালিশ লাগাবেন না৷ তাতে নেলপালিশ বেশি দিন টেকে না৷

২. নেলপালিশ পরার আগে নেলপালিশের শিশিকে ভালো করে ঝাঁকিয়ে নিন৷ তাতে নেলপালিশ ভালো করে মিশে যায় এবং নখে পড়লে তার রঙও ভালো হয়৷ টেকেও বেশি দিন৷

৩. রঙিন নেলপালিশ পরার আগে নখে ট্রান্সপারেন্ট নেলপালিশ লাগিয়ে নিন৷ তার উপরে রঙিন নেলপালিশ লাগান৷ তাতে নেলপালিশ বেশি দিন টিকবে৷

৪. নখে এক কোট নেলপালিশ লাগালে তা বেসি দিন টেকে না৷ তাই দুই থেকে তিন কোট নেলপালিশ লাগান৷ কিন্তু একটি কোট না শুকাতেই অন্য কোট দেবেন না৷ তাতে নেলপালিশ ঘেঁটে যাবে৷ এক কোট শুকিয়ে গেলে তার উপরে আরেকটি কোট লাগান৷ এতে নেলপালেশ দীর্ঘস্থায়ী হবে৷

পিবিেএ/ইকে

আরও পড়ুন...