পিবিএ, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খোলা সেমাই তৈরীর দায়ে মেসার্স স্বাদ লাচ্ছা সেমাই কারখানার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ৬০ কেজি সেমাই জব্দ করে ধ্বংস করা হয়।
মঙ্গলবার দুপুরে সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান পিবিএ’কে জানান, মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারের একটি সেমাই কারখানায় ঈদকে কেন্দ্র করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খোলা সেমাই তৈরী করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরীর এবং মোড়কের গায়ে খুচরা মূল্য লেখা না থাকার দায়ে মেসার্স স্বাদ লাচ্ছা সেমাই কারখানার মালিককে ২৫ হাজারটাকা জরিমানা করা হয়। পরে ওই কারখানা থেকে ৬০ কেজি সেমাই জব্দ করে ধ্বংস করা হয়।
এ অভিযানে জেলা বাজার কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো: মোজাহারুল হক বাবলু ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পিবিএ/বিএস/হক