নোকসু নির্বাচন চান নোবিপ্রবি শিক্ষার্থীরা

noakhali-pba

পিবিএ,নোয়াখালী: আগামী ১১ মার্চ হতে চলেছে ঢাকসু নির্বাচন । এরই পথধারায় নোকসু (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ) নির্বাচন চাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্রসংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা।

২০০১ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে ২০০৬ সাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠাকাল পরবর্তী ২০ বছরের জন্য ক্যাম্পাসকে ছাত্র-শিক্ষক রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন উপাচার্য ড. আবুল খায়েরের আমলে রাজনীতি বন্ধ থাকলেও দ্বিতীয় উপাচার্য ড. সঞ্জয় কুমার অধিকারীর সময়ে শিক্ষক সমিতি গঠন করার মধ্য দিয়ে ক্যাম্পাসে রাজনীতির সূচনা ঘটে। তবে শিক্ষক রাজনীতি চালু হলেও দীর্ঘদিন প্রকাশ্যে ছাত্র রাজনীতি বন্ধ ছিল। ২০১৭ সালের অক্টোবরে ছাত্রলীগের কমিটি গঠনের মাধ্যমে ছাত্র রাজনীতির আত্মপ্রকাশ ঘটে বিশ্ববিদ্যালয়টিতে। ছাত্রলীগের কমিটি গঠন হলেও বর্তমানে বিশ্ববিদ্যালয়ে এই সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠনের সাংগঠনিক কার্যক্রম দৃশ্যমান নেই। তবে ঢাকসু নির্বাচনের পর নোবিপ্রবি ছাত্র সংসদ (নোকসু) নির্বাচন চাচ্ছেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিন্টু মল্লিক বলেন, সাধারণ শিক্ষার্থীদের মৌলিক অধিকারসহ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা এবং সেগুলোর সমাধানে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে অবহিত করার জন্য সামনে থেকে নেতৃত্ব প্রয়োজন। একমাত্র ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেই এ নেতৃত্ব উঠে আসে। এ জন্য বিশ্ববিদ্যালয়ে নোকসু চাই।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম ধ্রুব বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা বা মুখপাত্র নির্ধারণের জন্য ছাত্র সংসদ অবশ্যই প্রয়োজন। পুরনো বিশ্ববিদ্যালয়ে অনেক দিন বন্ধ থাকার পর বর্তমানে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছার কারণেই ছাত্র সংসদ নির্বাচন আবার চালু হতে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ছাত্র সংসদের যোগ্য নেতৃত্ব তৈরি হোক, সেটি নোবিপ্রবি ছাত্রলীগ চায়। শিগগির এ ব্যাপারে প্রশাসনের কাছে ছাত্রলীগের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হবে বলেও তিনি জানান।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয় আইনে স্টুডেন্ট ইউনিয়নের অনুমতি নেই। তবে ইউজিসিতে নতুন অর্গানোগ্রাম জমা দেওয়ার সময় ছাত্র সংসদ কেন্দ্র নামে একটি ভবনের প্রস্তাব করা হয়েছে যাতে ভবিষ্যতে চিন্তা করে নির্বাচন দেওয়া যায়। তিনি বলেন, শিক্ষার্থীরা দাবি তুললে আর কর্তৃপক্ষের অনুমোদন থাকলে নির্বাচনের ব্যবস্থা করা হবে।

পিবিএ/ওএ/হক

3 Attachments

আরও পড়ুন...