নোবিপ্রবিতে শিক্ষার্থীদের গবেষণার জন্য চেক প্রদান


পিবিএ, নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক ও এমএস শিক্ষার্থীদের যৌথ গবেষণার জন্য ২০১৮-১৯ অর্থ বছরের বরাদ্দকৃত অর্থের ২৬ লাখ টাকার চেক প্রদান অনুষ্ঠান সোমবার সকালে অনুষ্ঠিত হয়। ‘উচ্চশিক্ষার মানোন্নয়েনে গবেষণার বিকল্প নেই’ শিরোনামে নোবিপ্রবি রিসার্চ সেল বিশ্ববিদ্যালয়ের হাজী মো. ইদ্রিছ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করে।

রিচার্স সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. দেবাশীষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন সৈয়দ আতিকুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেন ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি ১১টি বিভাগের ১৬২ জন শিক্ষার্থীর জন্য ২৬ লাখ টাকার চেক সংশ্লিষ্ট বিভাগুলোর চেয়ারম্যানদের হাতে তুলে দেন। বিভাগগুলো হলো- সিএসটিই, এসিসিই, ফিমস, ফার্মেসি, মাইক্রোবায়োলজি, ফলিত গণিত, এফটিএনএস, ইএসডিএম, বিজিই, ইংরেজি ও অর্থনীতি।

পিবিএ/ইএনই/হক

আরও পড়ুন...