পিবিএ, নোয়াখালী: চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
যে সকল শিক্ষার্থী এখনো রেজিস্ট্রেশন করেনি তারা আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবে বলে জানা গেছে। যে সকল ব্যাচের স্নাতক ও স্নাতকোত্তর ফল প্রকাশিত হয়েছে, সমাবর্তনে শুধুমাত্র তারাই অংশ নিতে পারবেন।
স্নাতক কিংবা স্নাতকোত্ত যেকোনও একটি শেষ করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা। অন্যদিকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি দিতে হবে ৪ হাজার ৫০০ টাকা। ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স এ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রীধারীদের রেজিষ্ট্রেশন ফি ৩ হাজার ৫০০ টাকা।
অগ্রণী ব্যাংক লিমিটেড, নোবিপ্রবি শাখার, সমাবর্তন নোবিপ্রবি ০২০০০০৫২৭৭৪৮১ নম্বর হিসাব অগ্রণী ব্যাংকের যেকোনও শাখায় নগদ জমা দিয়ে জমা রশিদের কাউন্টার কপির ফটোকপি নিবন্ধন ফরমের সঙ্গে সংযুক্ত করে ডাক যোগে অথবা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
রেজিস্ট্রেশন পদ্ধতি:
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা শাখায় ফরম পূরণের মাধ্যমে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে প্রিন্ট নিয়ে হাতে পূরণ ও ছবি সংযুক্ত করে স্ক্যান কপি জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাটে convocation@nstu.edu.bd এই ঠিকানায় ই-মেইল করতে হবে। একই ফরম্যাটে একই ঠিকানায় টাকা জমার রশিদের স্ক্যান কপিও প্রেরণ করতে হবে ।
উল্লেখ্য, গাউন সংগ্রহের সময় অবশ্যই টাকা জমার ব্যাংক রশিদের মূল কপি জমা দিতে হবে। এর আগে যারা সাময়িক সনদপত্র সংগ্রহ করেছেন মূল সনদপত্র সংগ্রহের সময় তদেরকে অবশ্যই সাময়িক সনদপত্র জমা দিতে হবে।
পিবিএ/ওআ