নোবিপ্রবি’র ভিসির রুটিন দ্বায়িত্ব পালন করবেন কোষাধ্যক্ষ

নোবিপ্রবি'র ভিসির রুটিন দ্বায়িত্ব পালন করবেন কোষাধ্যক্ষ
প্রফেসর ড: মোহাম্মদ ফারুক উদ্দিন

পিবিএ,নোয়াখালী: নতুন ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাইস চ্যান্সেলরের রুটিন দ্বায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড: মোহাম্মদ ফারুক উদ্দিন। সোমবার (৩জুন) গুপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা কর্তৃক স্বাক্ষরিত এক বার্তায় এ আদেশ জারি করা হয়।

গত ১৮ অক্টোবর ২০১৮, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১৩ (১) অনুযায়ী প্রফেসর ড.মোহাম্মদ ফারুক উদ্দিনকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে চার বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হয়।

প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্বণামধন্য অধ্যাপক ছিলেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির দুইবারের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও হলের প্রভোস্টসহ গুরুত্বপূর্ণ প্রসাশনিক দায়িত্ব পালন করেছেন ।

পিবিএ/ওএ/আরআই

আরও পড়ুন...