নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন আগামীকাল

পিবিএ,নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০১৯ সালের নির্বাচন আগামীকাল ১৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন কৃষি বিভাগের অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান ভূঞা।

নীল ও সাদা দুই দলে নির্বাচনে অংশগ্রহণ করবেন নোবিপ্রবির শিক্ষকবৃন্দ। নীল দলের এবারের সভাপতি কৃষি বিভাগের অধ্যাপক ড. গাজী মোঃ মহসিন সাধারণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন। সাদা দলের সভাপতি মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর সরকার সাধারণ সম্পাদক পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম।

এদিকে কোন পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বী না থাকায় ৪ টি পদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান ভূঞা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে সহকারী অধ্যাপক মোঃ নুরুজ্জামান ভূঁইয়া (আই আই টি ইন্সটিটিউট), কোষাধ্যক্ষ পদে প্রভাষক ইকবাল হোসেন (অর্থনীতি বিভাগ), প্রচার সম্পাদক পদে সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম (কৃষি বিভাগ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সসম্পাদক পদে প্রভাষক মোঃ ওয়ালিউর রহমান আকন্দ বিপুল (শিক্ষা বিভাগ)। ১৩ ডিসেম্বর সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছেন তিনি।

প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর নোবিপ্রবির শিক্ষক সমিতির তফসিল ঘোষণা করা হয়। আগামীকাল সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে ভোট গ্রহণ চলবে এবং একই দিন বিকেল ৫ ঘটিকায় ফলাফল ঘোষণা করা হবে।

পিবিএ/ওআ/জেডআই

আরও পড়ুন...