নোরা ফাতেহির নাচের ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: অভিষেকের খুব বেশিদিন হয়নি বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির। তবে এরই মধ্যে বলিউডে নিজের অবস্থান সংহত করেছেন তিনি। নাচে পটু নোরা ‘সত্যমেভ জয়তে’ ছবির আইটেম গান ‘দিলবার’-এ নেচে বিনোদন জগতে বেশ বড়সড় ঝাঁকুনি দিয়েছেন। এবার তাঁকে নাচতে দেখা গেল ‘স্ট্রিট ড্যান্সার’ ছবির গান ‘গরমি’-তে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, মুক্তি পেয়েছে ‘স্ট্রিট ড্যান্সার’ ছবির গান ‘গরমি’। এই গানে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে কোমর দোলাতে দেখা যায় নোরাকে। তাঁর মোহময়ী নাচ দেখে বেশ উচ্ছ্বসিত ভক্তরা।

গানটিতে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক বাদশা ও নেহা কক্কর। রেমো ডি সুজার পরিচালনায় ছবিটি আগামী বছরের ২৪ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নোরাকে সর্বশেষ ‘মারজাভান’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে। এতে নোরার পাশাপাশি সিদ্ধার্থ মালহোত্রা, রিতেশ দেশমুখ, তারা সুতারিয়া ও রাকুল প্রিত সিংকে অভিনয় করতে দেখা গেছে। ছবিটি গত ৮ নভেম্বর মুক্তি পেয়েছে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...