পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ পৌর শহরে মোবাইল ফোন বিস্ফোরণে এক ব্যক্তি দগ্ধ হয়ে গুরতর আহত হয়েছে। বৃহস্প্রতিবার বিকেলে সেনবাগ পৌর কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. ওবায়দুল হক চৌধুরী। তার বাড়ি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ওবায়দুল হক চৌধুরী নামাজ আদায় করার জন্য সেনবাগ কেন্দ্রেীয় জামে মসজিদের অজু খানায় অজু করার সময় তার প্যান্টের পকেটে থাকা মোবাইল হঠাৎ গরম হয়ে ওঠে। এসময় তিনি দ্রুত প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনটি বের করার চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয়। এতে তার পা ও দুই হাত ঝলসে যায়।
এসময় মুসুল্লিরা তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে পাঠায়।
পিবিএ/ইএইচকে