পিবিএ,নোয়াখালী: নোয়াখালী কবিরহাট উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডের দগ্ধ হয়ে নাছিমা আক্তার (৮০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯ টার দিকে পৌর এলাকার দক্ষিন আলীপুর গ্রামের বাদামতলার ছিদ্দিক উল্যার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ছিদ্দিক উল্যাহর ঘরের লাইন থেকে বেটারী চালিত অটো রিক্সার চার্জ দেওয়ার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্র পাত হয়। মূহুর্তের মধ্যে তার চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনার আগেই ঘরে ঘুমিয়ে থাকা ছিদ্দিক উল্যাহর স্ত্রী নাছিমা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা যান এবং পুরো ঘর ভষ্মিভূত হয়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান ও কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান।
পিবিএ/এফএস