নোয়াখালীতে আওয়ামী লীগ নেতা আবদুল হাদি মারা গেছেন

পিবিএ,নোয়াখালী: নোয়াখালী সদরের নোয়াখালী ইউপি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল হাদি সওদাগর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার সকাল ১০ টায় ঢাকার লেবএইড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। তিনি সদর উপজেলার পূর্ব চর উরিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। এই আওয়ামী লীগ নেতা সাত ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের ছেলে জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মো, নিজাম উদ্দিন বলেন, মঙ্গলবার রাত ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

আবদুল হাদি সওদাগরের মৃত্যুতে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, বাংলাদেশ রিপোর্টাস ক্লাব নোয়াখালীর সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেলসহ নোয়াখালী ইউপি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

পিবিএ/ এম আই/এমএস

আরও পড়ুন...