নোয়াখালীতে আবারও স্কুল ছাত্রী ধর্ষন, ধর্ষক গ্রেফতার

পিবিএ,নোয়াখালী: ধর্ষন যেন থামছেইনা নোয়াখালীতে। এবার জেলার সোনাইমুড়ীতে ৮ম শ্রেনীর এক স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় রবিবার রাতে ধর্ষিতার মা বাদী হয়ে সোনাইমুড়ী থানায় মামলা করলে পুলিশ রাতেই ধর্ষক আলাউদ্দিনকে (৩০) গ্রেফতার করে।

 ধর্ষন যেন থামছেইনা নোয়াখালীতে। এবার জেলার সোনাইমুড়ীতে ৮ম শ্রেনীর এক স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে।
প্রতীকী ছবি

জানা গেছে, উপজেলার নদোনা ইউনিয়নের হাটগাঁও গ্রামের বাসিন্ধা ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন একাডেমির ৮ম শ্রেনীর ছাত্রী (১৪) শনিবার রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে পাশর্^বর্তি ছিদ্দিক মিয়ার পুত্র আলাউদ্দিন তার মুখ চেপে ধরে বাড়ির পেছনের ধান ক্ষেত্রে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। স্কুল ছাত্রী রাতে কোন মতে বাড়িতে এসে পরিবারের সদস্যদের জানায়।

পরে রবিবার রাত ৯ টার দিকে ধর্ষিতার মা দাবী হয়ে ধর্ষক আলাদ্দিনের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মামলা করলে রাতেই পুলিশ অভিযুক্ত ধর্ষক আলাউদ্দিনকে গ্রেফতার করে। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ধর্ষক আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিত স্কুল ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছ।

নোয়াখালীতে ধারাবাহিক ধর্ষন ও গণধর্ষনের ঘটনায় উদ্বিগ প্রকাশ করেছে সচেতন মহল। চলতি বছরের গত চার মাসে জেলায় অন্তত ১০টি আলোচিত ধর্ষন ও গণধর্ষনের ঘটনা ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে বিশেষ আইনশৃংখলা সভা ও মনিটরিং করেও ধর্ষন ঠেকানো যাচ্ছে না।

পিবিএ/ইএনই/আরআই

আরও পড়ুন...