নোয়াখালীতে উপজেলা নিবার্চনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর ৭টি উপজেলায় বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের বাচাই শেষ হয়েছে। চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন সহ মোট ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করে।

এদিকে, জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু ইউসুফ জানান, সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান প্রার্থী দিদার উদ্দিন, সোনাইমুড়ী উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো. আকবর হোসেন,সুবর্ণচর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম,সোনাইমুড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম, চাটখিল উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী সামছুল আলম, বেগমগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, শিল্পী আক্তার ও সাজেদা আক্তারের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করা হয়।

অপরদিকে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম জানান, কোম্পানীগঞ্জের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সিরাজ উল্যা, সেনবাগ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী আলী আক্কাস রতন, হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসিনা আক্তার, সাজেদা আক্তার শিল্পীও জেসমিন আক্তারকে মনোনয়ন পত্র বাছাইয়ে বাতিল করা হয়। আগামী ১৩ মার্চ প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৪ মার্চ প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৩১ মার্চ নোয়াখালীর ৭ উপজেলা এক যোগে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পিবিএ/এমই/এমএসএম

আরও পড়ুন...