পিবিএ,নোয়াখালী: নোয়াখালী আইন শৃঙ্খলা রক্ষা এবং আপরাধ প্রতিরোধ কার্যক্রমকে কার্যকর ও অধিকতর গতিশীল করার লক্ষে মোবাইল কোর্ট আইন ২০০৯এর তফসিলভুক্ত ফৌজদারি অপরাধসমূ তাৎক্ষণিকভাবে আমলে গ্রহণ করে মে মাস ব্যাপী নোয়াখালী জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ৬৬টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জেলা, উপজেলা, শহর ও স্থানীয় পর্যায়ে পরিচালিত এসব ভ্রাম্যমান আদালতে ২৫২টি মামলায় ২৫২জনকে দন্ডিত করে ১৬ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা ও ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
নোয়াখালী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান বলেন, মুসলমান ধর্মীয় সম্প্রদায়ের পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব তন্ময় দাসের নির্দেশনা অনুযায়ী খাদ্যে ভেজাল মেশানো, রেজিস্ট্রেশন ও লাইসেন্সবিহীন গাড়ী চালনা, বাস ভাড়া বৃদ্ধি, স্বাস্থ্যসেবায় নিম্নমান, অনুমোদনবিহীন ল্যাব ও ফার্মেসী পরিচালনা, গ্যাস সিলিন্ডারের যত্রতত্র ও অনুমোদনবিহীন ব্যবসায়, অতিরিক্ত ও চোরাই গ্যাসের লাইন ব্যবহার, ইভটিজিং,
অনুমোদনবিহীনভাবে বন্যপ্রাণীর মাংস ও তেল বিক্রয় এবং জীবন্ত বন্যপ্রাণী আটক, সরকারী কাজে বাধা, অবৈধ দখল উচ্ছেদ ও খাল পুনরুদ্ধার, অনুমোদনবিহীন ও খোলা পেট্রোলিয়ামজাত দ্রব্যাদি ক্রয়-বিক্রয়, প্রতিটি সেবার মূল্য তালিকা প্রতিটি প্রতিষ্ঠানে সংরক্ষণ ও পণ্যের গুণগত মান বিষয়গুলোকে এ মাসের ভ্রাম্যমান আদালত পরিচালনায় প্রাধান্য দেওয়া হয়েছে।
গণ শুনানীতে জেলা প্রশাসকের কাছে সম্মানিত গ্রাহক ও ভোক্তাদের সরাসরি অভিযোগের প্রেক্ষিতে পাসপোর্ট অফিস নোয়াখালী ও এর পাশ্ববর্তী স্থানে অভিযান পরিচালনা করা হয়। একই সাথে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নিম্নমানের পণ্য বাজার থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি তদারকি ও বিধি অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
পিবিএ/আই/আরআই