নোয়াখালীতে এক মাসে ২৫২টি মামলায় আটক ১৭

পিবিএ,নোয়াখালী: নোয়াখালী আইন শৃঙ্খলা রক্ষা এবং আপরাধ প্রতিরোধ কার্যক্রমকে কার্যকর ও অধিকতর গতিশীল করার লক্ষে মোবাইল কোর্ট আইন ২০০৯এর তফসিলভুক্ত ফৌজদারি অপরাধসমূ তাৎক্ষণিকভাবে আমলে গ্রহণ করে মে মাস ব্যাপী নোয়াখালী জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ৬৬টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

নোয়াখালীতে এক মাসে ২৫২টি মামলায় আটক ১৭

জেলা, উপজেলা, শহর ও স্থানীয় পর্যায়ে পরিচালিত এসব ভ্রাম্যমান আদালতে ২৫২টি মামলায় ২৫২জনকে দন্ডিত করে ১৬ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা ও ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
নোয়াখালী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান বলেন, মুসলমান ধর্মীয় সম্প্রদায়ের পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব তন্ময় দাসের নির্দেশনা অনুযায়ী খাদ্যে ভেজাল মেশানো, রেজিস্ট্রেশন ও লাইসেন্সবিহীন গাড়ী চালনা, বাস ভাড়া বৃদ্ধি, স্বাস্থ্যসেবায় নিম্নমান, অনুমোদনবিহীন ল্যাব ও ফার্মেসী পরিচালনা, গ্যাস সিলিন্ডারের যত্রতত্র ও অনুমোদনবিহীন ব্যবসায়, অতিরিক্ত ও চোরাই গ্যাসের লাইন ব্যবহার, ইভটিজিং,

অনুমোদনবিহীনভাবে বন্যপ্রাণীর মাংস ও তেল বিক্রয় এবং জীবন্ত বন্যপ্রাণী আটক, সরকারী কাজে বাধা, অবৈধ দখল উচ্ছেদ ও খাল পুনরুদ্ধার, অনুমোদনবিহীন ও খোলা পেট্রোলিয়ামজাত দ্রব্যাদি ক্রয়-বিক্রয়, প্রতিটি সেবার মূল্য তালিকা প্রতিটি প্রতিষ্ঠানে সংরক্ষণ ও পণ্যের গুণগত মান বিষয়গুলোকে এ মাসের ভ্রাম্যমান আদালত পরিচালনায় প্রাধান্য দেওয়া হয়েছে।

গণ শুনানীতে জেলা প্রশাসকের কাছে সম্মানিত গ্রাহক ও ভোক্তাদের সরাসরি অভিযোগের প্রেক্ষিতে পাসপোর্ট অফিস নোয়াখালী ও এর পাশ্ববর্তী স্থানে অভিযান পরিচালনা করা হয়। একই সাথে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নিম্নমানের পণ্য বাজার থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি তদারকি ও বিধি অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

পিবিএ/আই/আরআই

আরও পড়ুন...