নোয়াখালীতে করোনায় আক্রান্ত ৮৩

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী: করোনায় নোয়াখালীতে গত ৪৮ ঘন্টায় ৩ জনের মৃত্যু ও ৮৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৯৬ জন।
বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) অফিসের কানুনগো শ্রীমান ভট্ট মঙ্গলবার সকালে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসীম কুমার দাস জানান, কানুনগো শ্রীমান ভট্ট গত সপ্তাহে শরীরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তার অবস্থা খারাপ হলে দ্রুত ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তিনি ঐ হাসপাতালে মারা যান। বেগমগঞ্জে গত ২২শে এপ্রিল করোনা রোগের সনাক্ত হওয়ার পর ৯০১ জন আক্রান্ত ও ২৭ জনের মৃত্যু এবং ৭২৩ জন সুস্থ হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে জেলা সদর ও কবিরহাটে আরো ২ জনের মৃত্যু হয়েছে বলে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।
বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার জানান, গত ৪৮ ঘন্টায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৮৩ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিলেছেন ৯৬ জন। মৃত্যু হয়েছে সদর, বেগমগঞ্জ ও কবিরহাটে ৩ জনের।
জেলায় এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৮০ জনের, আক্রান্ত হয়েছেন ৪৩৬১ জন, সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৯৫৭ জন।

পিবিএ/এসডি

আরও পড়ুন...