নোয়াখালীতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা

পিবিএ, কোম্পানীগঞ্জ, নোয়াখালী: নোয়াখালীর সদরের নেয়াজপুর ইউনিয়নের দানামিয়ার বাজারে পূর্ব বিরোধের জের ধরে মোঃ রিয়াজ(১৯) নামে এক কলেজ ছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা ।


মোঃ রিয়াজ নোয়াখালী সরকারী কলেজে অধ্যয়নরতঃ বলে জানা গেছে।
আহতদের স্বজনরা পিবিএ’কে জানান,ফেসবুকে-ইমুতে কল দেওয়াকে কেন্দ্র করে ইমনের নেতৃত্বে রাজু, আলাউদ্দিন ও সাদ্দামসহ ২০/২৫জন বখাটে যুবক শুক্রবার রাতে রিয়াজকে ডেকে নিয়ে গলায় চুরি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে । এই সময় তাকে বাঁচাতে রাসেল নামে একজন এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করে তারা । তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।

আহত ২জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে পিবিএ’কে জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিবিএ/আরইউ/হক

আরও পড়ুন...