পিবিএ,নোয়াখালী: নোয়াখালী জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও যানবাহন ও স্থাপনা উচ্ছেদ করতে অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ।
মঙ্গলবার সকাল থেকে জেলার ৯টি উপজেলায় একযোগে অভিযান শুরু হয়।
জেলা ট্রাফিক ইন্সপেক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ যানবাহন ও স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত রাখতে ট্রাফিক অভিযান শুরু করা হয়েছে।
এম সাখাওয়াত হোসেন বলেন,৩১ টি মামলা সহ এবং অভিযানে বেশ কিছু অবৈধ যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ২৮ জানুয়ারি পর্যন্ত অভিযান চলবে।
পিবিএ/ইএইচকে