নোয়াখালীতে ডাকাতি : নগদ টাকা-স্বর্নালংকার লুট

dakati-pic

পিবিএ, নোয়াখালী : নোয়াখালীর সেনবাগে উপজেলার দেবীসিংহপুর গ্রামের হাজী সফি উল্যার নতুন বাড়ীতে ডাকাতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা, স্বর্নালংকার, মোবাইল সেটসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে।

জানা গেছে, রাত ৩ টার দিকে ১০-১৫ জনের মুখোশ পরা একদল ডাকাত হাজী সফি উল্যাহর নতুন বাড়িতে হানা দেয়। তারা জোরপূর্বক ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা, স্বর্নালংকার, ৪টি মোবাইল সেটসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমানের সরকারী মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।

পিবিএ/ওয়াইএনআই/জিজি

আরও পড়ুন...