নোয়াখালীতে দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ১০

noakhali-fire-PBA

পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর কবিরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ সহ অন্তত ১০ জন আহত হযেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কবিরহাট বাজারের জিরোপয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- গুলিবিদ্ধ জয়নাল আবেদীন, মুন্সি, শরীফ, ইব্রহিম খলিল ও আহত রয়েল, মো. হাছান, ইকবাল হোসেনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় গুলিবিদ্ধি জয়নাল আবেদীনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় স্থানীয় কবিরহাট বাজারে আওয়ামী লীগ প্রার্থী কামরুন নাহার শিউলী ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আলা বক্স টিটুর সমর্থকদের প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া ও পরে ইট পাটকেল নিক্ষেপসহ গোলাগুলির ঘটনা ঘটে। এতে চারজন গুলিবিদ্ধ সহ অন্তত ১০জন আহত হয়। গুলিবিদ্ধদের মধ্যে হাছান নামে এক স্কুল ছাত্রও রয়েছে।

কবিরহাট থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া শুক্রবার পিবিএকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন রকম পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাড়াই দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা সন্ধ্যায় কবিরহাট বাজারে হঠাৎ মিছিল করার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...