নোয়াখালীতে নিজ মেয়েকে ধর্ষনের অভিযোগে পিতা আটক

পিবিএ,নোয়াখালী: এবার নোয়াখালীর চাটখিলে নিজের মেয়েকে ধর্ষনের অভিযোগে পিতা শহিদ উল্যাহকে (৪০)আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার পাঁচগাও ইউনিয়নের নিরবর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ধর্ষনের শিকার মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। জানা গেছে, কয়েক বছর আগে শহিদ উল্যাহর স্ত্রী মারা যায়। এর পর তিনি ছোট মেয়েক (১৬) নিয়ে নিজ বাড়িতে থাকতেন। বাড়িতে মেয়েকে একা পেয়ে প্রায় সময় ধর্ষন করতেন। বিষয় কাউকে বললে মেয়েকে মেরে ফেলার হুমকি দিতো শহিদ। কিন্তু নির্যাতন বেড়ে যাওয়ায় মেয়েটি তার বোনকে ঘটনা জানায়।

 এবার নোয়াখালীর চাটখিলে নিজের মেয়েকে ধর্ষনের অভিযোগে পিতা শহিদ উল্যাহকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
নিজের মেয়েকে ধর্ষন
এরপর রোববার সকালে ধর্ষিতার বড় বোনের জামাই চাটখিল থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযুক্ত শহিদ উল্যাহকে গ্রেফতার ও মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, থানায অভিযোগের পর পরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
পিবিএ/ইএনই/আরআই

আরও পড়ুন...