পিবিএ,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ব্রম্মপুর গ্রামের বানিয়া বাড়িতে পূর্ব বিরোধের জেরে ওমান প্রবাসী আফসার উদ্দিনের বসত ঘরে হামলা, ভাংচুর, লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় প্রবাসী পরিবারের আহত ৮জন। বর্তমানে প্রবাসীর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছে।
জানা গেছে, ওমান প্রবাসী আফসার উদ্দিনের সাথে একই বাড়ির খোরশেদ আলমের পূর্ব বিরোধ ছিলো। এর জের ধরে খোরশেদ আলমের নেতৃত্বে সম্প্রতি প্রবাসী আফসারের বসত ঘরে দফায় দফায় হামলা, ভাংচুর, লুটপাট চালানো হয়। সন্ত্রাসীদের হামলায় প্রবাসীর স্ত্রী, ভাই, ভাবি, ভাতিজাসহ অন্তত ৮ জন আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় প্রাবসী আফসারের বড় ভাই জাকের হোসেন বাদী হয়ে খোরশেদসহ ১২ জনের নাম উল্লেখ করে নোয়াখালী সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে সন্ত্রাসীদের হুমকিতে আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে প্রাবাসী আফসারের পরিবারের সদস্যরা। তারা প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়েছে।
তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত খোরশেদ আলমকে পাওয়ায় যায়নি। তার স্বজনরাও কথা বলতে রাজি হয়নি।
নোয়াখালীর সদর মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।