নোয়াখালীতে প্রশাসনের বাধায় এবি পার্টির মতবিনিময় সভা

পিবিএ,নোয়াখালী: নোয়াখালী জেলা শহর মাইজদীতে প্রশাসনের বাধায় এবি পার্টির মতবিনিময় সভা পন্ড হয়ে গেছে। সকালে মাইজদী বাজারের গ্রিন হল কমিউনিটি সেন্টারে পূর্ব ঘোষনা অনুযায়ী মতবিনিময় সভা শুরু হলে অনুমতি নেই অজুহাতে প্রথমে সদর থানার ওসি নবীব হোসেন বাধা দেন। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর কামরুজ্জামান কবিরের নেতৃত্বে পুলিশ গিয়ে সভাটি বন্ধ করে দেন। প্রশাসনের বাধায় সভা শেষ না করেই সভারস্থল ত্যাগ করেন এবি পার্টির নেতৃবৃন্দ।
এবি পার্টির জেলা সমন্বয়ক মো: নুর হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রশাসনকে আগাম অবহিত করে সম্পূর্ন স্বাস্থ্য বিধি মেনেই সভাটি করছিলাম। কিন্তু রহস্যজনক কারনে প্রশাসন আমাদেরকে সভা করতে দেয়নি।
তবে নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম বলেন, ওই পার্টির লোকজন আমাদের কাছে আবেদন করেছে সত্য, কিন্তু স্বাস্থ্য বিধি বিবেচনা করে আমরা সভা করার অনুমতি দেইনি। তবুও ওই দলের লোকজন সভা করায় প্রশাসন তা বন্ধ করে দেন।
পিবিএ/ইয়াকুব নবী ইমন/এসডি

https://youtu.be/isz6dztOgzc

আরও পড়ুন...