নোয়াখালীতে ফেরারি নেটওর্য়াক গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ

ferari-noakhali

পিবিএ, নোয়াখালী: নোয়াখালীতে ফেরারি নেটওর্য়াক গ্রুপের উদ্যোগে গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
“আর্তমানবতার সেবায় সোচ্ছার আমরা ফেরারি পরিবার” এই স্লোগানকে বুকে ধারন করে মঙ্গলবার সকালে নোয়াখালী জেলার সদর উপজেলার বদরপুর ইউনিয়নে অশ্বদিয়া নুরুল আলম ফারুকিয়া উলুম আলিম মাদ্রাসায় শতাধিক এতিম-অসহায় ও দুস্থ শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (খাতা-কলম, রাবার-পেন্সিল, জ্যামিতি বক্স, স্কেল-স্কুল-ব্যাগ ও মেয়ে শিক্ষার্থীদের হিজাব) বিতরণ করে সংগঠনটি।
এসময় সংগঠনটির সেচ্ছাসেবক ইয়াসিন আরাফাত, জাকারিয়া, শান্ত, রাজু, আরিফ, মামুনুর রহমান, তারেক, অপু, ফাতেমা, রায়হান, প্রিয়া, আখি, পিংকিসহ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আকলিমা খানম ঐশী জানান, ২০১৪ সাল থেকে এই সেচ্ছাসেবী সংগঠন “ফেরারি নেটওর্য়াক গ্রুপ” এর পথচলা। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে একদল চৌকষ ছাত্র-ছাত্রীদের নিয়ে অবহেলিত মানুষের পাশে দাড়ানোর প্রত্যয়ে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। মানুষের ভালোবাসা আর আন্তরিকতায় আজ এই প্রতিষ্ঠানটির দাতা ও সেচ্ছাসেবী সদস্যসহ ৩৭ হাজার সদস্য রয়েছে।

পিবিএ/আরইউ/হক

আরও পড়ুন...