পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে মাদক সেবনে বাঁধা দেওয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে মো. ফয়েজ (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিহতের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। এরআগে বৃহস্পতিবার রাতে উপজেলার বারইচতল গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত যুবক মো. ফয়েজ বারইচতল গ্রামের সরদার বাড়ির জামাল পাটোয়ারীর ছেলে।
শুক্রবার দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) দ্বীপক জ্যেতি খিসা ও বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত ফয়েজের পিতা জামাল পাটোয়ারী জানান দীর্ঘদিন থেকে প্রতিবেশীর ভাড়াটিয়া মঞ্জুর বাসায় ফেনাঘাটা মাদক সম্রাট মিজান, করিম, সজিব সহ একদল মাদক সেবী প্রতিনিয়তই মাদক সেবন করে আসছে।
গত একমাস যাবৎ বিষয়টি টের পেয়ে তাদের মাদক সেবনে বাঁধা দেয় ফয়েজ। এতে মিজান ও তার গ্রুপের সদস্যরা ফয়েজের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। বৃহস্পতিবার রাতে মিজান ওই বাসায় গিয়ে মঞ্জু ও তার স্ত্রী সুরমা বেগমের মাধ্যমে ফয়েজকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও গলায় দঁড়ি পেঁচিয়ে হত্যা করে।
এসময় ফয়েজের শোর-চিৎকারে জামাল পাটোয়ারীর স্ত্রী সহ আশপাশের লোকজন ছুটে গেলে হত্যাকারীরা পালিয়ে যায়। পরে ফয়েজকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ জানান খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ঘটনায় নিহতের পিতা-ভাই সহ আত্মী-স্বজনদের জবানবন্ধি রেকর্ড করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
পিবিএ/মোঃইব্রাহিম/ইকে